• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ জুলাই, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাইয়ে আল ফারহানুল ইসলামিয়া মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই।।

 

কুমিল্লার লালমাইয়ে আল ফারহানুল ইসলামিয়া মাদ্রাসার ১২ বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে সফিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর রহমান সাগর (২০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি পূর্ব বাজারস্থ আল ফারহানুল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সফিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর রহমান সাগর কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ ইউনিয়নের বিশারপাড়া গ্রামের আমিন মিয়ার ছেলে। গত কয়েকদিন যাবৎ বলাৎকারের শিকার ছাত্রকে হুজুরের বিছানায় গিয়ে শরীর টিপে দেয়ার কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষক। পরে শিশু ছাত্র বাসায় গিয়ে তার মাকে ঘটনাটি জানালে শিশুর মা উক্ত ঘটনায় প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এএসএম কামাল হোসেন দুলাল স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে প্রশাসনকে বিষয়টি অবগত করলে লালমাই থানার এসআই রোজেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে শিশু ছাত্রের মা বলেন, অনেকদিন ধরে ওই শিক্ষক আমার ছেলের সাথে খারাপ কাজ করে আসছে। কিন্তু এতোদিন আমার ছেলে বিষয়টি বলে নি। আজকে হঠাৎ আমাকে বলতেছে মা আমি আর এই মাদ্রাসায় যাবো না। কারণ জিজ্ঞেস করলে সে বলে হাফেজ হুজুর নাকি তার সাথে মাদ্রাসায় গেলে বারবার খারাপ কাজ করে। এখন আমার ছেলে আর ওই মাদ্রাসায় যেতে চায় না।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর