লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বেতিয়াপারা গ্রামের শ্রী শ্রী রাধা- দামোদর মন্দির প্রাঙ্গণে ১১মার্চ ২০২৩ শনিবার দামোদর সংঘের ৮ম বার্ষিক উপলক্ষে মহাসম্মেলন, গীতাশ্লোক প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামোদর সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার নাথ এর সভাপতিত্বে, জীবনানন্দ দাস (জীবন) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শৌনক বন্দোপাধ্যায়(জয়)শ্রীপাট নশরতপুর রাধামাধব সেবাশ্রম লাকসাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম চেয়ারম্যান বাগমারা উত্তর ইউনিয়ন, লিটন সরকার সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট কুমিল্লা জেলা কার্যালয়, অনিত্য চন্দ্র সেন অনিক ফিল্ড সুপার ভাইজার হিন্দু কল্যান ট্রাষ্ট কুমিল্লা জেলা কার্যালয়, উত্তম সরকার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখা, রাখাল চন্দ্র ভৌমিক চন্ডিমুড়া সেবাশ্রম লালমাই, শান্তি রঞ্জন চক্রবর্তী কাব্যতীর্থ বিশিষ্ট গীতা আলোচক হরিশ্চর, আর ডি রনি প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক দামোদর সংঘ, সুমন রায় চৌধুরী উপদেষ্টা দামোদর সংঘ প্রদীপ কুমার আচার্য।
সভায় আরও উপস্থিত ছিলেন ধঞ্জয় পাল সহ সভাপতি দামোদর সংঘ, সুজন বনিক,শ্রীকৃষ্ণ বনিক,পরিক্ষিৎ বনিক, সহ বিভিন্ন গীতা স্কুল থেকে আগত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে গীতা শ্লোক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :