• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাইয়ে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন, লালমাই।।

 

গীতাযজ্ঞ, নামসংকীর্তন, শোভাযাত্রা, কৃষ্ণ পূজাসহ নানা আয়োজনে কুমিল্লার লালমাইয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বাগমারা শ্রী শ্রী বিশ্বাম্বর গোস্বামীর আশ্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বাম্বর গোস্বামীর আশ্রম থেকে কয়েকশো হিন্দু নারী পুরুষের অংশগ্রহণে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

 

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার আহবায়ক চন্দন মজুমদার পুলকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও লালমাই উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন, লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সভাপতি জ্যোতিষ সিংহ খোকন, ঢাকাস্থ প্রোসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর ডি রনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই শাখার সদস্য সচিব সুমন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক রতন দে।

 

পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বপন নাথ ভৌমিক, ডা. প্রফুল্ল নাথ ভৌমিক, যুব ঐক্য পরিষদ লালমাই শাখার আহবায়ক পঙ্কজ কান্তি ভৌমিক, জাগো হিন্দু পরিষদ লালমাই শাখার সভাপতি ডা. জনি সহ অনেকে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর