
গাজী মামুন, লালমাই।।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষায় প্লাবিত/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতল, মৃগেল ও কালিবাউশ এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
রবিবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার ভাটরা কাচারি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, সহকারী পরিচালক অশোক কুমার দাস প্রমুখ।
এসময় সমগ্র কার্প জাতীয় মাছ ছাড়ার প্রক্রিয়া টি সুন্দরভাবে সম্পন্ন করেন লালমাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান। পরে উপজেলার পাঁচটি স্থানে ২৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :