• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাইয়ে বাগমারা জেনারেল হাসপাতালের যাত্রা শুরু 

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন, লালমাই।।

 

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে কুমিল্লার লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে যাত্রা শুরু করেছে ‘বাগমারা জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল।

 

সোমবার (৭ আগস্ট) সকালে ফিতা কেটে উপজেলার বাগমারা পূর্ব বাজার মমিন টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ওই হাসপাতালের শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন।

 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, বাগমারা দক্ষিণ আ’লীগের প্রচার সম্পাদক ইমান মেম্বার, বাগমারা দক্ষিণ যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, ভূলইন উত্তর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, বাগমারা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন মজুমদার সহ অনেকে।

 

এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, বাগমারা জেনারেল হাসপাতাল একটি আধুনিক কম্পিউটারাইজড রোগ নিরূপনী কেন্দ্র। এখানে গুণগত মান ঠিক রেখে স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়া হবে। এলাকার মানুষের উন্নত স্বাস্থ্য সেবার কথা চিন্তা করেই এটি চালু করেছি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর