• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

লালমাইয়ে রাস্তা বন্ধ করায় প্রবাসীর পরিবার অবরুদ্ধ

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পাঞ্জাব গ্রামের কালা মিয়ার ছেলে সৌদি প্রবাসী মহিন উদ্দিনের বাড়ির মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে পিলার ও বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিপক্ষের লোকজন আলী আক্কাছ গং। এতে পাঁচটি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে।

 

 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে সরেজমিন উপজেলার পাঞ্জাব গ্রামের কালা মিয়া ও প্রবাসী মহিন উদ্দীন বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির লোকজনের চলাচলের রাস্তার মূল গেটের সামনে রাতের আধারে তিন ফুট উচ্চতার বাঁশের ঘেরা দিয়ে চলাচলের পথ অবরুদ্ধ করা হয়েছে।

 

 

অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানান, বিবাদী আলী আক্কাছের সাথে কালা মিয়া ও তার ছেলে প্রবাসী মহিন এবং কাদেরর সাথে পূর্ব শত্রুতার জেরে একটি ব্যক্তিগত মাদ্রাসা নির্মাণের সূত্র ধরে ঘটনার সূত্রপাত হয়। এনিয়ে সামাজিক ভাবে সালিসি ব্যবস্হা গ্রহন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আলী আক্কাছ গংরা কালামিয়ার পারিবারিক গোরস্তানের দুই শত বাঁশ কেটে নিয়ে যায়। তাদের ফসলি জমির চাষাবাদ বন্ধ করে দেয়। অবশেষে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে পাঁচ পরিবারের সকলকে অবরুদ্ধ করে রাখে।

 

বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, আমি সহ পূর্বের ইউএনও সাজিয়া আফরোজ ম্যাডাম অনেক চেষ্টা করে সমস্যার সমাধান করতে পারিনি।

 

লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই ঘটনা আমি জানি মাদ্রাসা তৈরিতে গ্রামবাসীকে সম্পৃক্ত না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ করে রাখার বিষয়ে তিনি বলেন বেআইনিভাবে কাউকে চলাচলে বাঁধা দেওয়া সঠিক নয়।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর