
গাজী মামুন : লালমাই।।
কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তরের কামাড়কুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ শাহ আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমাই থানা পুলিশ।
শুক্রবার (৫ মে) দিবাগত রাত অনুমান সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকারের নির্দেশে কামাড়কুয়া বাজারের জাফর স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শাহ আলম উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের দক্ষিণ ছিলোনিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ কামাড়কুয়া বাজারের জাফর স্টোরের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং দুই কেজি গাঁজাসহ শাহ আলমকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :