লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের জাফরপুর গ্রামে ‘মৈত্রী সংঘ’ নামে একটি সামাজিক ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাফরপুর গ্রামে মৈত্রী সংঘের অস্থায়ী কার্যালয়ে ক্লাবটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, লালমাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, মৈত্রী সংঘ ক্লাবের সভাপতি স্বপন।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন মজুমদার, মাষ্টার মোখলেছুর রহমান লিটন, লালমাই উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার, আকিকুল ইসলাম শাওন, আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা।
এসময় ফিতা ও কেক কেটে ক্লাবটির শুভ সূচনা করেন আমন্ত্রিত প্রধান অতিথি।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :