গাজী মামুন: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নে বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, ইউপি সচিব ও ইউপি সদস্যবৃ্ন্দ।
এসময় ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজুমদার বলেন, রমজানে সাধারণত নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবের জন্য সরকার ভুর্তকি দিয়ে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা উপজেলা নেতৃবৃন্দ ও ডিলারের সহযোগিতায় ভূলইন দক্ষিণ ইউনিয়নের ৭০৯ পরিবারকে পণ্য সামগ্রী দিয়েছি।
আপনার মতামত লিখুন :