• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

লালমাইয়ে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার: কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে আবুল কাশেম এর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর দুই ভাই জাফর আহমেদ, হারুন অর রশিদ ও ভাতিজা মহিন উদ্দিনের বিরুদ্ধে।

 

সম্পত্তি বিরোধের জেরে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সম্পত্তি দখল চেষ্টাকালে জাফর আহমেদ ও তাঁর সহযোগীরা ভুক্তভোগী আবুল কাশেমের নিজ বসতবাড়ির টিনের বাউন্ডারি ভাংচুর করে চলে যায়। এ ব্যাপারে আবুল কাশেমের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাফর আহমেদ ও তাঁর সহযোগীরা আবুল কাশেমের বসতবাড়িতে হামলা করতে আসলে ভুক্তভোগী কাশেমের পরিবার জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জানতে চাইলে ভুক্তভোগী আবুল কাশেম বলেন, গত কয়েকদিন ধরে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তাঁরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর