গাজী মামুন, লালমাই, কুমিল্লা।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসে উপলক্ষে লালমাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে বেলঘর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডা. সঞ্জয় চন্দ্র পাল’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসময় লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র সনদও প্রদান করা হয়।
উল্লেখ্য- বেলঘর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২০২১-২০২২ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ডা. সঞ্জয় চন্দ্র পাল’কে লালমাই উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মনোনীত করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
আপনার মতামত লিখুন :