লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের খিলপাড়া গ্রামে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন ‘খিলপাড়া দারিদ্র বিমোচণ ও সমাজ কল্যাণ সংস্থা’ নামক একটি সামাজিক সংগঠন।
গ্রামের ৪৬ টি দরিদ্র পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছে সংগঠনটি। এতে করে দরিদ্রদের মুখে হাসি ফুটেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বাদ জুম্মা কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, মাস্টার জাকির হোসেন, মাঈন উদ্দিন, রিপন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, গ্রামের প্রবাসীদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। গ্রামবাসীরা জানায়, “প্রবাসীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রতিবছরই রমজানে তারা এই আয়োজন করে থাকে।
” এই সংগঠনের একজন সদস্য জাহিদ হাসানের কাছ থেকে জানা যায়, “প্রবাসীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই এক হয়ে এই সংগঠনের পরিচালনা করে থাকেন।”
তাদের এবারের ইফতার বিতরণের মূলমন্ত্র ছিলো, “আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করি।”
আপনার মতামত লিখুন :