• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুন, ২০২২
সর্বশেষ আপডেট : ১০ জুন, ২০২২
Designed by Nagorikit.com

লালমাইয়ে দোকানঘর ভাঙচুর মামলার প্রধান আসামি দুলাল গ্রেপ্তার

কুমিল্লা জার্নাল

গাজী মামুন: লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার আবুল কালামের দোকানঘর ভাঙচুর মামলার প্রধান আসামি দিদারুল আলম ওরফে দুলাল (৩৮) কে গ্রেপ্তার করেছে লালমাই থানা পুলিশ। ভুশ্চি ফাঁড়ি থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার (৯ জুন) রাতে ভুশ্চি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার দুলালকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

গত ৪ ও ৬ জুন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুলাল গং এর নেতৃত্বে দক্ষিণ দুর্গাপুর মৌজায় ইউপি মেম্বার আবুল কালামের ভোগদখলীয় দোকানঘর দখল চেষ্টায় ভাঙচুর চালানো হয়।

 

এ ঘটনায় ইউপি মেম্বার আবুল কালাম বাদী হয়ে পরদিন সকালে ৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিদারুল আলম দুলাল নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

 

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, মামলার তদন্ত চলমান। এ ঘটনায় ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর