• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ মে, ২০২২
Designed by Nagorikit.com

লালমাইয়ে প্রাইভেটকারযোগে গরু নিয়ে পালানোর সময় ৩ চোর আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই, কুমিল্লা। 

 

কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ বাজারে ৩ চোর কে আটক করে গনপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে লালমাই থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহত চোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

 

শুক্রবার (২০ মে) দুপুরে ৩ চোর গরু নিয়ে পালানোর সময় এ ঘটনা ঘটে।

 

এসময় প্রাইভেটকার ও গরুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। আটককৃত চোরদের একজন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের সুমন, কোম্পানিগঞ্জের রুবেল ও অন্যজনের বাড়ি সুয়াগাজী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর আনুমানিক পৌনে ১২ টার দিকে মাতাইনকোট হয়ে সাদা রংয়ের প্রাইভেটকার যোগে একটি গরু নিয়ে ৩ জন লোক দ্রুত গতিতে শানিচোঁর দিকে পালাচ্ছে। প্রাইভেটকারের পিছনে মোটরসাইকেলে করে একজন লোক চোর চোর বলে চিৎকার দিচ্ছে। তখন অনেকেই চোরদের পিছু নিলো এবং গাড়ী থামাতে বার বার অনুরোধ করলেও তারা গাড়ীর গতি আরো বাড়িয়ে দেয়। পরে শানিচোঁ বাজারের কিছু ব্যবসায়ীর সহযোগিতায় বেরিকেড দিয়ে গাড়ি থামানো হয়। ঐ সময় চোররা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের আটক করে গনপিটুনি দেয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর