গাজী মামুন : লালমাই (কুমিল্লা)
লালমাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যক্রমকে গতিশীল করতে বাগমারা দক্ষিণ ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জয়নগর চৌমুহনী সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়। সভায় তিনটি ওয়ার্ডের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বজলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন হাজারী, যুগ্ম আহবায়ক মাসুদ কায়সার।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বাবুল মিয়া, সিনিয়র সদস্য মোঃ মহসিন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন মৎস্যজীবী লীগের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক সহিদ মিয়া, যুগ্ম আহবায়ক আবুল মিয়া, সাবেক মেম্বার হায়দার আলী সহ অনেকে।
পরে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে ধারাবাহিকভাবে সালমা আক্তার’কে আহবায়ক, রেহানা বেগম’কে সদস্য সচিব, জামাল হোসেন’কে আহবায়ক, আনোয়ার হোসেন’কে সদস্য সচিব এবং আবুল কালাম’কে আহবায়ক ও লোকমান হোসেন’কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
আপনার মতামত লিখুন :