
গাজী মামুন : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন’ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ ই আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাজীপুর ফাউন্ডেশনের নিজ কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোঃ ফরহাদ হোসাইনের পরামর্শক্রমে ও ফাউন্ডেশনের আহবায়ক ও দাতা সদস্য আনোয়ার হোসেন মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, বিজরা স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার খোরশেদ আলম।
বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের দাতা সদস্য মাওলানা আবদুল হাকিম, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের দাতা সদস্য দেলোয়ার হোসেন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সফিউল্লাহ, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নোমান প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন ফাউন্ডেশনের সদস্য টিপু সুলতান, হায়াত মাহমুদ, সুমন হোসেন সহ অনেকে।
উল্লেখ্য- ‘মানবতার সেবাই আমাদের লক্ষ্য’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে ১ লা জুন করোনা মহামারির জাতাঁকলে দেশ ও দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহুর্তেই বাকই উত্তর ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী হাজী মোঃ ফরহাদ হোসাইনের হাত ধরে ফাউন্ডেশনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক আনোয়ার হোসেন মজুমদারের অক্লান্ত পরিশ্রম আর সুযোগ্য নেতৃত্বে সুশৃঙ্খল ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলছে ফাউন্ডেশনটি।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :