• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ৪ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ‘সততা স্টোর’ উদ্বোধন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলাস্থ হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে স্টোরের উদ্বোধন করেন এনাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ মোতাহার হোসেন জুয়েল।

 

হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান উদ্দীপন বাগমারা’র প্রতিষ্ঠাতা মোঃ কামাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মির হোসেন, প্রভাষক পারভেজ আলম, তপন আচার্য্য, প্রনেতা দাশ, লোকমান হোসেন, মাকসুদা আক্তার সহ অনেকে।

 

উক্ত স্টোরে পাওয়া যাবে খাতা, কলম, পেন্সিল, রাবার, মার্কার, স্কেল সহ নানা শিক্ষা উপকরণ। এগুলোর মূল্য তালিকা দেয়া থাকবে, শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য কিনে যথাযথ মূল্য ক্যাশ বাক্সে রেখে যাবে।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর