স্টাফ রিপোর্টার: কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা টু দরবেশ বাজারের সংযোগস্থল ছোট চলুন্ডা গ্রাম ঘেঁষে অবস্থিত মেসার্স ইউনাইটেড ব্রিকস এর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে রাতের আঁধারে অন্যের মালিকানাধীন জমি খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
জানা যায়, দাপাড় গ্রামের প্রবাসী নূর হোসেনের ব্রিকস ফিল্ডের নিকটস্থ নিজ মালিকানাধীন ৪০ শতক সম্পত্তি গত ০১/০১/২০১৯ ইং থেকে ৫ বছরের জন্য ভাড়া নেয় ইউনাইটেড ব্রিকস কর্তৃপক্ষ। শর্ত মোতাবেক ভাড়াকৃত জমিতে শুধু মাটির স্তূপ রাখার কথা থাকলেও চুক্তি ভঙ্গ করে ভেকু দিয়ে গভীরভাবে মাটি খনন করে বিক্রি করে ফেলেন ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষ। পরবর্তীতে জমির মালিকপক্ষ তা জানতে পেরে ভরাটের জন্য চাপ প্রয়োগ করলে খননকৃত কুয়াটি ভরাটের নামে টালবাহানা করতে থাকে ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষ।
প্রতারণার বিষয়টি জমির মালিক নূর হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে বৈঠকের মাধ্যমে জমিটি ভরাটের জন্য দশ দিনের সময় নেন ইউনাইটেড ব্রিকসের বর্তমান স্বত্বাধিকারী বোরহান উদ্দিন। বৈঠকে নেয়া সময়ের দশ দিন অতিক্রম হয়ে গেলেও ভরাট হয়নি সেই খননকৃত জমিটি। গত এক সপ্তাহ ধরে ধরাছোঁয়ার বাহিরে ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষও, অফিস কক্ষে ঝুলছে তালা।
এ বিষয়ে ভুক্তভোগী নূর হোসেনের স্ত্রী শামীমা আক্তার বলেন, আমরা সপরিবারে প্রবাসে থাকি। সে কারণে সাত্তার নামে আমার চাচা শ্বশুরের নিকট এই জমিটি বন্দক দেই। পরবর্তীতে শুনলাম উনি নাকি ব্রিকস ফিল্ডের কাছে এটা বন্দক দিয়েছে। এ নিয়ে বহু ঝামেলার পর পাঁচ বছরের জন্য ফসলি জমিটা তাদের নিকট লিজ দেই। তাতে শর্ত ছিল শুধু মাটির স্তূপ দিতে পারবে, বিশেষ প্রয়োজনে ইট রাখবে। কিন্তু এর কয়েকবছর না পেরোতেই আমাদের অজান্তে জমি খনন করে তারা মাটি বিক্রি করে ফেলে। পরে আমরা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় কয়েকজন প্রতিনিধিকে বিষয়টা জানিয়েছি। তারা সালিশি বৈঠকে দশ দিনের মধ্যে মাটি ভরাটের নির্দেশ দিলেও তা অমান্য করে ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় আবুল কাশেম আর্মি জানান, এ জমিটি যখন পাঁচ বছরের জন্য লিজ দেয়া হয় তখন আমি উপস্থিত ছিলাম। আমার সামনেই লেনদেন হয়েছে। তবে তখন ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষের সাথে চুক্তি ছিল তারা সেখানে মাটির স্তূপ রাখতে পারবে। কিন্তু তারা কিছুদিন আগে মালিক পক্ষকে না জানিয়ে রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমিটি খনন করে অন্যায় করেছে৷ তাদের উচিত জমিটি এখন দ্রুত ভরাট করে দেয়া।
এ বিষয়ে ইউনাইটেড ব্রিকসের স্বত্বাধিকারী বোরহান উদ্দিন ফোনে জানান, আমি জমিটা ভরাট করার জন্য দশ দিনের সময় নিয়েছি। এর মধ্যে শেষ দিনে কয়েক ট্রাক মাটির স্তূপ খননকৃত কুয়াটির পাশে রাখা হয়েছে। সবগুলো মাটি একসাথ করে কুয়াটি ভরাট করে দেবো।
আপনার মতামত লিখুন :