• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন নারী সংগঠক মাহমুদা আক্তার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই।।

 

লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ২২ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হন।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় বেসরকারি ফলাফলে তাকে ১৩ হাজার ৩০১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম। তিনি লালমাই উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক। তার নিকটতম প্রতিদ্বন্দী পদ্মফুল প্রতীকের প্রার্থী নাজমা আক্তার পেয়েছেন ৯ হাজার ১৯৪ ভোট।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়াও নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‍্যাব টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ছিল মোবাইল টিম।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর