গাজী মামুন: প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লালমাই উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে বাগমারা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় ১৫’শ ছাত্রলীগ নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মাননীয় অর্থমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল (এফসিএ) এমপি।
লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ্ পরান সওদাগরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ বিএ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি’র সঞ্চালনায় সভায় আরো অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল হক মুন্সি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও উপজেলা আওয়ামীলীগ সদস্য এমদাদুল হক মজুমদার, রফিকুল ইসলাম ভেলু, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, আমান উল্যাহ আমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা আক্তার, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রিফাত মজুমদার, আশিকুল ইসলাম অনিক, ইমাম হোসেন, রায়হান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, মাছুম বিল্লাহ, শিমুল বড়ুয়া সহ অনেকে।
আপনার মতামত লিখুন :