• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মিজান মজুমদার

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

আসন্ন কুমিল্লা লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।

 

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

 

মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন দুলাল, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, ভূলইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবদুর রহিম, পেরুল উত্তর ছাত্রলীগের আহবায়ক শিমুল বড়ুয়া সহ অনেকে।

 

উল্লেখ্য- আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গত শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে লালমাই উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামীলীগ থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে হাজী কামরুল হাসান শাহিন, ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তারের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর