• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

লালমাই উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলাস্থ অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মিলনায়তনে সামাজিক-সম্প্রীতি কমিটির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আলেম-ওলামা, সনাতনী ধর্মের সাধু-পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রওনাক জাহান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আবদুল মালেক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ অনেকে।

 

সমাবেশে অর্থমন্ত্রী সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সাবাই’কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর