
গাজী মামুন, লালমাই।। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আক্তার হোসেন পারভেজ কে আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবদুল জলিল সওদাগর কে ১নং যুগ্ম আহবায়ক করে লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার, ২১ নভেম্বর ১২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সৈকত, যুগ্ম আহবায়ক শাহ আলম মোহন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন অপু, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক শরীফ বিন ওহাব, যুগ্ম আহবায়ক জনি মজুমদার, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সাকিল, যুগ্ম আহবায়ক বাহার চৌধুরী, যুগ্ম আহবায়ক রিপন দাস, যুগ্ম আহবায়ক আবদুল মতিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শান্ত, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসাইন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক বশির আহমেদ, যুগ্ম আহবায়ক সুমন হোসেন, যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক টিটু মজুমদার, সদস্য সাজেদুল করিম বিপু, মোতালেব হোসেন রিপন, হান্নান মিয়াজী, জাফর মেম্বার, মিজানুর রহমান, জাফরান সাকিল, বাহার উদ্দিন, জাবেদুর রহমান রুবেল, এসএম কামাল, টিপু সুলতান সহ অনেকে।
কমিটি ঘোষণার পর বুধবার বিকেলে আক্তার হোসেন পারভেজের নেতৃত্বে নতুন কমিটির পক্ষ থেকে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :