গাজী মামুন: লালমাই, কুমিল্লা।
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ও ভূলইন উত্তর ইউনিয়নের সংযোগস্থল ডাকাতি ও ছিনতাই এর ঝুঁকিপূর্ণ অঞ্চল পূর্ব নোয়াগাঁও, মৌলভীহাটখোলা, দীঘলগাঁও এলাকার যুবক ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মে) সন্ধ্যায় পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, ভুশ্চি ফাঁড়ি থানার আইসি আবদুল্লাহ আল মামুন, এসআই আলমগীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মাননীয় অর্থমন্ত্রীর জন্মস্থান এই লালমাইয়ে। ওনার বাড়ির পাশেই লালমাই থানা তাই এখানকার নিরাপত্তার সাথে মন্ত্রী মহোদয়ের সম্মান জড়িত। সে নিরিখে মাননীয় মন্ত্রীর নির্বাচনী এলাকা ডাকাতি, ছিনতাই ও মাদকমুক্ত রাখতে আপনাদের সম্মিলিত সহযোগিতা কামনা করছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণকে নিরাপদ রাখা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :