• ঢাকা
  • বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ২৭ জানুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা জার্নাল

গাজী মামুন।।

“মানুষ মানুষের জন্য, জয় হোক মানবতার, জয় হোক প্রবাসীদের” এ স্লোগান’কে ধারণ করে কুমিল্লার লালমাইয়ের কৃতি সন্তান সৌদি আরবের সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা মোঃ ফরহাদ হোসাইন এর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক উপজেলার ৯টি ইউনিয়নে এক হাজারের অধিক অসহায় ও হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ফরহাদ হোসাইনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনটির ভূলইন দক্ষিণ ইউনিয়ন এম্বাসেডর আমান উল্লাহ আমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রস্তাবিত সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক হাজী কামরুল হাসান শাহিন, লালমাই উপজেলা যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক আবদুল মোতালেব, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাসির উদ্দিন মির্জা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, বাকই উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, ফাউন্ডেশনের বাকই উত্তর ইউনিয়ন এম্বাসেডর শহিদুল ইসলাম বিএসসি, বেলঘর উত্তর ইউনিয়ন এম্বাসেডর মিজানুর রহমান, বেলঘর দক্ষিণ ইউনিয়ন এম্বাসেডর হারুন অর রশিদ, পেরুল দক্ষিণ ইউনিয়ন এম্বাসেডর সাহাব উদ্দিন, পেরুল উত্তর ইউনিয়ন এম্বাসেডর অহিদুর রহমান মাসুম, ভূলইন উত্তর ইউনিয়ন এম্বাসেডর সোহেল রানা, বাগমারা দক্ষিণ ইউনিয়ন এম্বাসেডর আনোয়ার হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন এম্বাসেডর ইদু মিয়া প্রমুখ।

উল্লেখ্য- প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধান ও তাদের সুসংগঠিত করার নিমিত্তে গত বছরের শেষের দিকে ফাউন্ডেশনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করে আসছে ফাউন্ডেশনটি।

কুমিল্লা জার্নাল.কম

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর