পবিত্র ইদ উল ফিতর উপলক্ষে সাপ্তাহিক লালমাই বার্তা’র উদ্যোগে ৫ মে (বৃহস্পতিবার) বিকালে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দুতিয়াপুর দিঘিতে নৌকা চালনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাপ্তাহিক লালমাই বার্তা’র স্টাফ রিপোর্টার গাজী মামুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাপ্তাহিক লালমাই বার্তা’র স্টাফ রিপোর্টার নাফিউ জামান। তৃতীয় স্থান অর্জন করেছেন সাপ্তাহিক লালমাই বার্তা’র ফটো সাংবাদিক সাফায়েত হোসেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন সাপ্তাহিক লালমাই বার্তা’র সহ-সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ।
বৃহস্পতিবার রাতে লালমাই ব্যাডমিন্টন ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রীর ছোট ভাই, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব এবং সাপ্তাহিক লালমাই বার্তার প্রধান সম্পাদক জহিরুল ইসলাম জহির। এসময় উপস্থিত ছিলেন লালমাই বার্তা’র সহ-সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম ও ক্রীড়া সংগঠক কাউছার আহমেদ টিটু।
আপনার মতামত লিখুন :