
রুবেল মজুমদার ।।
কুমিল্লার কৃতি সন্তান ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) এর প্রতিষ্ঠিত অধ্যাপক মোজাফ্ফর আহমদের হাতের গড়া ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কুমিল্লা জেলা শাখার সম্মেলন কাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠের মুক্তিযোদ্ধা কর্ণারে শুরু হবে সম্মেলন । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাপের -কেন্দ্রীয় কমিটির সভাপতি আইভি আহমদে।
এছাড়া সম্মেলন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাপের -কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড.আব্দুল রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকর রহমান।এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ন্যাপের -কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মো. মোহাম্মাদ আলী ফারুক ।
সংম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাপের -কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)মিটুন দাশশুপ্ত সহ কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দ।
সম্মেলনকে ঘিরে স্থানীয় ন্যাপের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরজুড়ে নেতাদের ব্যানার-ফেস্টুনে ভরে গেছে বিভিন্ন সড়ক ও অলিগলি। বিরাজ করছে সাজসাজ রব।
উল্লেখ্য বাংলাদেশ ন্যাপের নীতির প্রশ্নে বিরোধের কারণে নিজের প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ থেকে বের হয়ে ১৯৫৭ সালের এই দিনে তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন। ন্যাপ একটি গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তানে ১৯৬৯-এর গণঅভ্যূত্থান সংগঠনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভাসানীর নাতি পরশ ভাসানী আলোচনা সভার আয়োজন করেছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :