• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ৯ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-ছেলে আটক

কুমিল্লা জার্নাল

নিউজডেস্ক||

রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুরবি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী কোলা সদর উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস ও এইচএসসি পড়ুয়া ছেলে তাহারাত হাসান লিমনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) সকালে পুরবি ইসলাম ও ফরহাদ বিশ্বাস দম্পতির একটি ঘর থেকে পুরবি ইসলামের লাশ উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশ।

এ ঘটনায় নিহত পুরবি ইসলামের বড় বোন নুসরাত জাহান বলেন, ‘আমার বোনকে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় শিক্ষক সমিতির নেতারা তদন্তসাপেক্ষে সঠিক বিচারের দাবিতে অবস্থান নেন রাজবাড়ী সদর হাসপাতালে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। সেই সঙ্গে মৌখিক অভিযোগের ভিত্তিতে তার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই ঘটনার আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

 

জার্নাল/জাহিদ হাসান নাইম

আরও পড়ুন

  • সারাদেশ এর আরও খবর