বিনোদন ডেস্ক
ভালো নেই ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। তার শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ। যেটা থেকে রেহাই পেতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট দিয়ে অভিনেত্রী নিজে খবরটি জানিয়েছেন।
শ্রুতি জানান, তিনি পলিসিস্টিক ওভারি সিনড্রোম ও অ্যান্ডোমেট্রিওসিস-এর সমস্যায় ভুগছেন। রোগ দুটি হরমোনাল সমস্যা। অভিনেত্রী লিখেছেন, ‘আমার সঙ্গে শরীরচর্চায় নামুন। আমায় হরমোনাল ভারসাম্য বজায় রাখার লড়াই চালাতে হচ্ছে। আমি পিসিওএস এবং অ্যান্ডোমেট্রিওসিস-এর সমস্যায় ভুগছি। নারীদের অবশ্যই জানা উচিত এই সমস্যার সঙ্গে কীভাবে লড়াই করা যায়। এই সমস্যা মেটাতে আমি শরীরচর্চাকে বেছে নিয়েছি। সঙ্গে নিয়ন্ত্রিত জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং পরিমিত ঘুমও প্রয়োজন। আমার শরীর এই মুহূর্তে ঠিক নেই। তবে মন ঠিক আছে।’
অনুসারীদের সুস্থ ও ফিট থাকার আহ্বান জানিয়ে শ্রুতি লিখেছেন, ‘সুস্থ থাকুন, ফিট থাকুন, তাহলেই হরমোনাল ভারসাম্য বজায় থাকবে। জানি আমার কথা আপনাদের খানিকটা উপদেশের মতো শোনাচ্ছে। তবে আমাকে এই চ্যালেঞ্জগুলো নিতেই হত। আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুশি।’
শ্রুতির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিনি শরীরচর্চায় কঠোর শ্রম দিচ্ছেন। কখনো জিমে, কখনো যোগ ব্যায়ামে ঘাম ঝরাচ্ছেন।
শ্রুতি হাসানের হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘সালার’। এটি নির্মাণ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন সুপারস্টার প্রভাস।
আরআই
আপনার মতামত লিখুন :