• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

সদর দক্ষিণে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার||

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার মাদক কারবারি সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া জানান, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। এসময় তাকে সংকেত দিয়ে থামিয়ে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতারসহ মোটর সাইকেলটি আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর