• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড

কুমিল্লা জার্নাল

মো. ইকরাম হোসেন:

 

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে সরকারী শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়।

 

সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম শিশুদের নিয়ে কেক কাটেন। এর আগে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোঃ আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহ আজহারুল ইসলাম, হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ছানা উল্যাহ, কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেকসহ বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

পরে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে সরকারী শিশু পরিবারের ২০ জন শিশুকে নিয়ে কেক কাটেন কুমিল্লা শিক্ষাবোর্ডর চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। এর আগে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ওই শিশুদের গোলাপি রংয়ের নতুন জামা উপহার দেয়া হয়। নতুন পোষাক পেয়ে আনন্দিত শিশুরা।

 

বোর্ডের মিলনায়তনে শিশুরা মাথার টুপি পরে ও নতুন পোষাক গায়ে আনন্দ করে। তাদের সাথে আনন্দে মেতে উঠেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

 

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ববোধের অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিনে নগরীর সংরাইশ শিশু পরিবারের অনাথ শিশুদের নিয়ে কেক কেটেছি। এই শিশুগুলোকে বঙ্গবন্ধু সম্পর্কে বলেছি। আমরা চাই শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যাক। তাহলে সুন্দর সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর