গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। খেলাধুলা যেমন আনন্দ দেয় তেমনি ঐক্যের বার্তাও দেয়। তাই শিক্ষার্থীদের মানবিক বিকাশে এর কোনো বিকল্প নেই।
কুমিল্লা লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক।
ভূলইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবুল বাহারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান শাহিন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলকাছুর রহমান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির, জেলা পরিষদ সদস্য আমির হোসেন মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল জলিল সওদাগর, সোনালী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম মজুমদার, ছোট চলুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম সহ অনেকে।
পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :