• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ৩০ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

হিউবাগ এর উদ্যোগে ২৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা জার্নাল

গাজী মামুন: লালমাই, কুমিল্লা 

 

কুমিল্লা লালমাই উপজেলার বাগমারাস্থ জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অব বাগমারা (হিউবাগ) এর উদ্যোগে বাগমারায় ২৫০ টি হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৩০ এপ্রিল) সকালে উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।

 

এসময় উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম শান্ত, উপদেষ্টা ডা. কাউছার আহমেদ জুয়েল, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল, সভাপতি সাইফুল ইসলাম শাওন, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মারুফ সিরাজী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক অভি প্রমুখ।

 

“আমাদের অঙ্গীকার, সেবা করব জনতার’ এ স্লোগানকে সামনে রেখে গত বছরের ১ লা জানুয়ারি লালমাই উপজেলার বাগমারায় সামাজিক ও সেবামূলক এ সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায় ও হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি। এছাড়াও বৃক্ষরোপণ, বাগমারা বাজারের যানজট নিরসন, অসুস্থ ব্যক্তিদের সেবা প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে এ সংগঠন।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর