হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন সওদাগর (৩২) নামে এক মেম্বারের মৃত্যু হয়েছে। গতকাল (৯ ই সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নামক স্থানে এই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হজরত সওদাগরের বড় ছেলে ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ছিলেন মো. আল-আমিন । নিহতের মো. আল-আমিন মেম্বারের বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন নিহতের একাধিক বন্ধু।
জানা যায়, ঢাকা থেকে পাঠাও রাইডশেয়ারিং এর মাধ্যমে বাড়ি ফিরার পথে মেঘনার ভাটেরচর নামক স্থানে নামার পর ভাড়া দিতে গিয়ে পিছন থেকে ট্রাক এসে চাপা মারে। পরে পাঠাও বাইক চালক সেখানকার একটি ফার্মেসিতে নিয়ে গেলে তার অবস্থা খারাপের দিকে যায়। শেষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১১ টার দিকে গ্রামের বাড়ি জয়দেবপুর ঈদগাহ্ মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :