রুবেল মজুমদার ।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচ বারের নির্বাচিত সভাপতি,ভাষা সৈনিক এডভোকেট মোঃ ইসমাইল সাহেব ৯৩ বয়সে বিয়ে করেছেন।এনিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নানা আলোচনা ও সমালোচনা।
সোমবার (১৭জানুয়ারি) বিকালে নগরীর ছোটরা এলাকায় অ্যাড. মিতু আক্তারে বাসা ধুমধাম করে ব্যতিক্রমী ধর্মীয় এ বিবাহ অনুষ্ঠিত হয়। বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে আইনজীবী ও ভাষা সৈনিক অ্যাড. ইসমাইল হোসেন কে হাজার হাজার নেটিজেন তাঁর উজ্জল ভবিষ্যৎ ও সুখী দাম্পত্য জীবন কামনা করছি ।
পরিবার সূত্র জানায় যায়,৭ বছরে আগের তার স্ত্রী মৃত্যু পর তিনি আর বিবাহ করেননি।নিজ সিন্ধান্ত অনুসারে এই বিবাহ করেন,মৃত্যু আগে নিজের সেবা জন্য তিনি মুলত এ বিবাহ করেন বলে পবিবারের সদস্যরা জানান ।তার পূর্বে সংসারে এক মেয়ে ও পাঁচ ছেলে রয়েছে, কনে নাম মিনারা,সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
বিয়ের পিঁড়িতে বসা অ্যাড. মো.ইসমাইল হোসনে বলেন, শেষ বয়সে নিজের সেবা জন্য আমি বিবাহ করেছি,কিন্তু এবার এ বিয়েতে বেশ আনন্দ পাচ্ছি। সহকর্মীদের পরামর্শ নিয়ে আমি মিনারাকে বিবাহ করি । আমার বংশধররাও যাতে আমরা মতো দীর্ঘজীবী হয় এজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ।সবাই আমাদের দম্পতি জন্য দোয়া করবেন।
আপনার মতামত লিখুন :