
ডেস্ক রিপোর্ট ::
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA)-এর সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানিকে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারসোনেল ম্যানেজমেন্ট (IPM) কর্তৃক মর্যাদাপূর্ণ আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।
গতকাল ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) অডিটোরিয়ামে আয়োজিত ৩য় আইপিএম এইচআর সামিট ২০২৫- অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মিসেস ফরিদা আখতার প্রফেসর ড. সোবহানীর হাতে ক্রেস্ট ও অ্যাওয়ার্ড সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কুমরুল আহসান, আইপিএম-এর সভাপতি ড. মো. মুশাররফ হোসেন এবং আইপিএম-এর মহাসচিব শাকিল মিরাজ।
প্রফেসর ড. সোবহানীর দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :