• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ,(লাকসাম-মনোহরগঞ্জ)।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রোগী সাধারণসহ সর্বস্তরের জনগন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, ডা. মোহাম্মদ আফজালুর রহমান এ হাসপাতালে আসার পর উপজেলার স্বাস্থ্যসেবার চিত্রই পাল্টে দিয়েছেন। তাঁর আন্তরিকতায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা থেকে শুরু করে সর্বস্তরের রোগী সাধারণ অভূতপূর্ব চিকিৎসা সেবা পাচ্ছেন। স্বল্প মূল্যে হাসপাতলে ডিজিটাল এক্স-রে, গর্ভবতী মায়েদের আলট্রাসনোগ্রাফিসহ নানা পরীক্ষা-পরীক্ষার ব্যবস্থা করেছেন।
ডা. মোহাম্মদ আফজালুর রহমান এই হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারীয়ান ডেলিভারির বিশেষ সেবা চালু করেছেন। তাঁর হাত ধরে উপজেলার কমিউনিটি হেলথ ক্লিনিক গুলোর সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। পুরো স্বাস্থ্য বিভাগকে একটি পরিবারে আবদ্ধ করেছেন তিনি। প্রত্যেকটি স্টাফ, নার্স ও ডাক্তার আন্তরিকভাবে সেবা দিচ্ছেন তারই অনুপ্রেরণায়। আমরা এ মানবিক ডাক্তারের বদলী আদেশ প্রত্যাহার চাই। এই প্রত্যন্ত অঞ্চলে মানবিক ডাক্তার আফজালুর রহমানের খুবই প্রয়োজন। অনেক ডাক্তার এ অজপাড়ায় আসতে চান না। আর তিনি মানবিক সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন। এলাকার রোগী সাধারণ তার চিকিৎসায় অভিভূত।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিফুল ইসলাম, ফজলুল করিম ফিরোজ, মোহাম্মদ নাসির উদ্দিন, কমিউনিটি হেল্প কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), কাজী আবু মঞ্জু, স্বাস্থ্য সহকারী নাইয়ারে দো আলম, ইমাম হোসেন, সিনিয়র স্টাফ নার্স দুর্গা রানি মজুমদার, মনশ্রী হেমব্রম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন।
এ ছাড়াও মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়হান চৌধুরী, মোহাম্মদ রাসেল পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত দেবনাথ, ডাঃ মোঃ শাহরিয়ার, ডাঃ মোঃ নূর মোহাম্মদ শাহিন, ডাঃ এসএম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডাঃ জেবুন্নাহার লাভলী, স্টাফ নার্সসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রোগী সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর