• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লার হাবিবের পরিচালনায় “গৌরি”চলচ্চিত্র মুম্বাই ফিল্মফেস্টিভালে নির্বাচিত 

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

লিও মোঃ-মোফাজ্জল হোসাইন (পলাশ)

কুমিল্লার হাবিবের পরিচালনায় “গৌরি” চলচ্চিত্র মুম্বাই ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে। মুম্বাইয়ের এই চলচ্চিত্র উৎসবটি আয়োজন করেছে Mumbai Short Film Festival। উইংস প্রোডাকশন এর ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “গৌরি” নির্মাণ করেন কুমিল্লা সাতরা’র কৃতি সন্তান তরুণ নির্মাতা এইচ আর হাবিব।

এর আগে হাবিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “আদুরী” London Lift-Off Film Festival, Left-off global network first time filmmaker এবং আমেরিকার অ্যাঞ্জেলিকা (Angelika) নামক আরেকটি ফেস্টিভালে নির্বাচিত হয়। হাবিব বেশকিছু মিউজিক ভিডিও নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন।

বর্তমানে সে আফ্রিকা মহাদেশের বুতসোয়ানার সরকারি টেলিভিশন চ্যানেলে নাটক, বিজ্ঞাপন ও সিনেমা নির্মাণের কাজ করছেন।

নির্মাতা হাবিব জানান, লন্ডন, আমেরিকা, মুম্বাই এর মতো দেশের বড় বড় ফিল্ম ফেস্টিভালে আমার দুইটি কাজ সিলেক্টেড হয়েছে আমি খুবই আনন্দিত। এমন স্বীকৃতি সামনের কাজে আমাকে অনেক অনুপ্রেরণা জোগাবে। তিনি আরো জানান, “গৌরি” চলচ্চিত্রটি কিছুদিন পর দেশের একটি বে-সরকারি ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে।

তিনি আরও বলেন,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “গৌরি” দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সুস্থ, পরিচ্ছন্ন, মৌলিক বিনোদন সবার কাছে পৌঁছে দিতে সামনে এমন আরো অনেক নতুন নতুন কনটেন্ট নিয়ে আসবো।

কুমিল্লা জার্নাল.কম/মুন্না

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর