• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৯৭,সুস্থ- ৬০!

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২দশমিক ৫%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৭ফেব্রুয়ারি বিকেল থেকে ৮ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৪৭৮জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৩৯জন,মুরাদনগর ০৭ জন,লাকসাম ০৮জন,বুড়িচং০২জন,বরুড়া ০৫জন,আর্দশ সদর০২ জন, মনোহরগন্জ ০৪ জন,ব্রাক্ষণপাড়া ০১জন,চান্দিনা ১০জন,মেঘনা০৩ জন,সদর দক্ষিণ ০১জন,দেবিদ্বার ০১জন, নাঙ্গলকোট০৬জন,দাউদকান্দি ০৮ জন।
জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৩জন। আজকের মৃত্যু আর্দশ সদর ০১জন,চান্দিনা ০১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৬০ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২০জন,তিতাস১০জন,লাকসাম৩০জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৯৫৮জন হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।

কুমিল্লা জার্নাল.কম/মুন্না

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর