• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

কুমিল্লা নগরীতে জ্বালানি তেল পরিমাপে কারচুপি, ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
জাহিদ হাসান নাইম।।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে “মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন” নামের একটি জ্বালানী পাম্প’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন), কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আদর্শ সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, উক্ত ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি কম প্রদান করছে। এ অপরাধের জন্য তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময়, মোবাইল কোর্টটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান। এসময়, অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক (সিএম) মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর