অনলাইন ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে চার আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক পদত্যাগপত্র দেওয়া হয়।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষক অর্ণব বিশ্বাস ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষক জয় চন্দ্র রাজবংশী।
পদত্যাগপত্রে ওই শিক্ষকরা ‘বর্তমান প্রশাসনিক বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্ত, সিন্ডিকেটের এজেন্ডা-বহির্ভূত অনিয়মতান্ত্রিকভাবে ডিন নিয়োগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি না দিয়ে উল্টো বেআইনি শর্তারোপ, বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নানা একাডেমিক সংকটের কার্যকরী সমাধান না করা ও শিক্ষকদের সঙ্গে অন্যায্য আচরণের কথা’ উল্লেখ করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রশাসনিক পদ থেকে নিজেদের সরিয়ে নেন আরও পাঁচ শিক্ষক।
পদত্যাগপত্রের বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমি পদত্যাগপত্রগুলো হাতে পেয়েছি। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে জানতে উপাচার্য ড. এএফএম আবদুল মঈনের মোবাইল ফোনে কল দিলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোন রেখে দেন। পরে তিনি আর কোনো কলের জবাব দেননি।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :