• ঢাকা
  • রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২৪
Designed by Nagorikit.com

কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন’র উদ্যোগে বন্যার্তদের ঘর নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।।
কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন’র উদ্যোগে কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লার রসুলপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী, লক্ষীপুর এবং নোয়াখালীতে বন্যা কবলিত ৩০ টি পরিবারকে সহায়তা করা হয়। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে বাসস্থান পুনঃনির্মাণে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ, ক্ষতিগ্রস্ত স্যানিটেশন ব্যবস্থা পুনঃনির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী সরবরাহ ইত্যাদি।

এছাড়া কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন দেশের উত্তরবঙ্গের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রান সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘর নির্মাণ এর পরিকল্পনা করছে।

কেয়ার এন্ড সাইন ফাউন্ডে,শন এর পক্ষে মোঃ শাহাদত হোসেন জানায়, আমরা দেশের মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের সারা বাংলাদেশে অসংখ্য স্বেচ্ছাসেবকরা এবং সহযোগী সংগঠন রয়েছে যাদের মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে কার্য সম্পাদব করি। আমরা চেষ্টা করি যাতে করে প্রাপ্য ব্যক্তির হাতে আমাদের সহায়তা গুলো পৌছাতে পারি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর