আজ সোমবার (২৫ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা।
নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড় হতে শুরু করেছেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজবিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।
রবিবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের ফাইনাল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা চলাকালীন ‘সুপার সানডে’ ঘোষণা করে আতর্কিত হামলা চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর ৩৫টি কলেজের শিক্ষার্থীরা।
হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামালসহ আলমারি ভেঙে নগদ অর্থও লুট করা হয় বলে জানায় কলেজ প্রশাসন।
সোহরাওয়ার্দী কলেজের এই ন্যক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ক লিখন ইসলাম সংবাদ সম্মেলনে আজকের এ বিক্ষোভ মিছিলের ডাক দেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :