• ঢাকা
  • বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে কলাবাগান জিনিয়ান প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]


স্টাফ রিপোর্টার সাইদুলহক : কুমিল্লার চৌদ্দগ্রামে কলাবাগান জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ এবং ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত শনিবার সকালে উপজেলার কাশিনগর পুর ইউনিয়নের কলাবাগান জিনিয়াস প্রি-ক্যডেট স্কুল হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব, করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক, সাংবাদিক মুহাম্মদ ফখরুদ্দীন ইমন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক ও মিয়াবাজার মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শাহজাহান, গুনবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কলাবাগান জিনিয়াস প্রি-ক্যডেট স্কুলের পরিচালক মাওলানা মো. আব্দুল জলিল, কাশিনগর উইনডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হুমায়ুন কবির, কাশিনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ মিয়া, মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

কলাবাগান জিনিয়াস প্রি-ক্যডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাবাগান জিনিয়াস প্রি-ক্যডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোসা. তামান্না ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোসা. আফরোজা আক্তার শোভা, সহকারী শিক্ষক মোসা. শারমিন আক্তার মুন্নি, মোসা. নািজয়াত আক্তার, ধর্মীয় শিক্ষক মো. আমিনুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক মোসা. ফাতেমা আক্তার প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর