স্টাফ রিপোর্টার সাইদুলহক, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় কিশোর গ্যাং কর্তৃক যুক্তরাজ্য শাখা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ এর সহ-সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার এর ছোট ভাই, শুভপুর ইউনিয়ন যুবদল নেতা মো: সাইফুল ইসলাম সুমন এর উপর বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের পদুয়া খামার পুষ্করনী গ্রামে নেছারিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা মো: জহিরুল কাইয়ুম জহির।
শুভপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো: আব্দুল কুদ্দুস মজুমদার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আবু সাঈদ মেম্বার, আহসান হাবিব জিয়া, আনোয়ার হোসেন মিন্টু, ডা. নজির আহমেদ, আব্দুল বারেক, মাসুম মজুমদার, রুহুল আমিন, হাজী জহিরুল ইসলাম।
সভায় বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ যুবদল নেতা সাইফুল ইসলাম মজুমদার সুমন এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের অবিলম্বে গ্রেফতার এর মাধ্যমে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। এ সময় তারা ভবিষ্যতে গ্রামের কিশোর গ্যাং কর্তৃক যেন এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সুমন, সাবেক ছাত্র নেতা মো: তোফায়েল হোসেন পাটোয়ারী বাবলু, তুহিন খাঁন রৌদ্র, আলী আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা ইমরান মজুমদার, মহিন খাঁন, যুবদল নেতা মো: নয়ন মিয়া, জামাল উদ্দিন, সোহাগ মজুমদার, তিনপাড়া গ্রামের সমাজসেবক হাজী জাফর আহমেদ, মোহাম্মদ ইউছুফ মিয়া, হাজী আব্দুল মতিন, হাজী নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :