• ঢাকা
  • বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ অক্টোবর, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘একতা-ঐক্য, সমগ্র বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক, চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন ও শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মোহাম্মদ সেলিমকে সভাপতি ও মো. ইয়াকুবকে সাধারণ সেক্রেটারি করে নির্যাতিত মটর শ্রমিকের ১৪ সদস্য বিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সেক্রেটারি মো. আকাশ, সাংগঠনিক সম্পাদক মো: জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, যুগ্ম সম্পাদক মো. ওয়াসিম আইন বিষয়ক সম্পাদক মো. শরীফ, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, সহ-প্রচার সম্পাদক মো. হাছান, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মো. নাছির, মহাসড়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. নিহান। এছাড়াও সংগঠনের কাজকে আরও গতিশীল ও সাবলীলভাবে পরিচালনা করতে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাগণ হলেন: মো. শামসুল হক, আব্দুর রহমান, অলি আহমেদ, রবিউল হোসেন, আবুল কাশেম।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিকের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ও শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন বেপারী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিক, কুমিল্লা জেলা কমিটির নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ সাদেক হোসেন।

সভায় অন্যান্যের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. শামসুল হক, আব্দুর রহমান, মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ হানিফ, মটর শ্রমিক নেতা মোহাম্মদ আকাশ, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ শরীফ প্রমুখ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর