
চৌদ্দগ্রাম (কুমিল্লা)
চৌদ্দগ্রামে বইপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা ও বই বিনিময় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের বাবা জালাল আহম্মেদ।
অনুষ্ঠানের আয়োজন করে বিলকিছ-আলম পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলম এবং সঞ্চালনা করেন কবি ইমরান মাহফুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যাংকার আগা আজিজুল ইসলাম চৌধুরী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, গবেষক ড. কাজল রশীদ শাহীন এবং কথাসাহিত্যিক ফয়সাল আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন। পাঠাগারের অভিজ্ঞতা তুলে ধরেন ডা. আবদুল হালিম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে বই বিনিময়ে অংশগ্রহণ করে এবং বইপড়ার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :