মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার ৮ (আগস্ট) বিকালে উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। এবার উপজেলায় ৩৫০টি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। খেলায় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণাামেন্টে বগৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পায়েরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। এতে বগৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।
কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুল ইসলাম, চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জয়মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা নাছরিন, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
কুমিল্লাজার্নাল.কম/জাহিদ হাসান
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :