• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াত রুকনদের গোপন ভোটে আমীর ও সেক্রেটারী নির্বাচিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী ও সহকারী সেক্রেটারী নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে শনিবার নজমিয়া কামিল মাদরাসা মাঠে ২০২৫-২৬ সেশনের সেটাপ উপলক্ষে রুকন সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহা. শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে গোপন ভোট নির্বাচিত করার ক্ষেত্রে চরিত্র, আকিদা, আমানতদারিতা ও নেতৃত্বের প্রজ্ঞাসহ বিভিন্ন গুণাবলীর কথা রুকনদের স্মরণ করিয়ে দেয়া হয়। সমাবেশে ২৩৩ পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন ও সহকারী সেক্রেটারী আবদুর রহিম নির্বাচিত হন। এছাড়া পৌরসভার ৫৫ পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটে পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল নির্বাচিত হন। নির্বাচিত উপজেলার কর্মপরিষদ সদস্যরা হলেন; মাওলানা আবু বক্কর ছিদ্দিক, আবু তৈয়ব, ইউসুফ মেম্বার, জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী আবদুল কাদের, জালাল উদ্দিন টিপু, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, ডাঃ মনজুর আহমেদ শাকি, মাস্টার কামাল উদ্দিন, মাওলানা জাফর আহমেদ, শাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, মাওলানা আবদুল হাকিম, আবুল হাশেম, নুরে আলম মিয়াজী, ডাঃ মফিজুর রহমান, মহসিন কবির। পৌরসভার নির্বাচিত কর্মপরিষদ সদস্যরা হলেন; মাওলানা মফিজুর রহমান, জামাল উদ্দিন, মাস্টার নাসির উদ্দিন।
উল্লেখ্য, জামায়াত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী, সহকারী সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়। এই নিয়ম কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত। দায়িত্ব নিয়ে কারো কোন অভিযোগ, হুমকি-ধমকি, হামলা-মামলার নজির জামায়াতের ইতিহাসে নেই।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর