• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

জাগুরজুলিতে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

জাহিদ হাসান নাইম।।

 

কুমিল্লা সদরের জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মোঃ রেজাউল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত মোঃ রেজাউল ইসলাম (৪০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও গ্রামের মৃত মফিজুল হক এর ছেলে।

 

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাগুরজুলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাইক্রোবাসের ভেতর থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। র‌্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর